নাটোর সদরের এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোক্তর নাম সাজেদুর রহমান সাকিব (২৬)। অভিযুক্ত সাকিবের বাড়ি সদরের দিঘাপতিয়া এলাকায়। সাকিব জেলা সদরের অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক।
(২ জানুয়ারি) সোমবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে সাকিবকে আটক করে। পরে (৩ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালতের সিনিয় বিচারক মোসলেম উদ্দিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডে কম্পিউটার প্রশিক্ষণের জন্য দশম শ্রেণির এক ছাত্রী ভর্তি হয়। গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ওই ছাত্রী ও তার মাকে ফোন করে ট্রেনিং সেন্টারের পরিচালক সাকিব।ফোন কলে সাকিব বলেন শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস শুরু হবে বলে জানায়। সে মনে শনিবার সকালে প্রশিক্ষণের জন্য সেন্টারে যায় ওই ছাত্রী। এ সময় সেখানে অন্য কোনো শিক্ষার্থী না থাকায় ট্রেনিং সেন্টারের পরিচালক সাকিব কক্ষের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। ছাত্রী দফায় দফায় বাঁধা দিতে গেলে তার মুখে জ্বলন্ত সিগারেট ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা চালাতে থাকে অভিযুক্ত সাকিব।
দীর্ঘক্ষণ ধস্তাধস্তির একপর্যায়ে অন্য শিক্ষার্থীরা কম্পিউটারের প্রশিক্ষণের জন্য আসতে শুরু করলে ওই ছাত্রীকে ছেড়ে দেয় সাকিব। ভুক্তভোগী ছাত্রী আনেকটা ভয় পেয়ে যাওয়ার কারণে তৎক্ষণিক কাউকে কিছু না জানালেও সোমবার (২ জানুয়ারি) বিকেলে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা সন্ধ্যায় ট্রেনিং সেন্টারে গিয়ে পরিচালক সাকিবকে মারপিট করতে উদ্যত হয়। এক পর্যায়ের সাকিব ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে যান। বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয় প্রোগ্রামার শরিফুল ইসলাম। তিনি শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের সহকারী। পরে পুলিশ বিশেষ টিম এসে সাকিবকে আটক করে রাতেই থানায় নিয়ে যায়। এরপর ঘটনাস্থলের সকল সিসিটিভি ফুটেজ পুলিশ বিশেষ ভাবে বিশ্লেষণ করে ঘটনার সত্যতা মেলে।
Sex Drive Foods 2023: Top 23 foods to improve sex drive
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সাকিবকে সদর আমলী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন।
/JAMUNA TV
Web Series: Ridhima Tiwari is playing the lead role in the Web Series
Release is a new Web Series full of Romance
How Much Did Mia Khalifa Get Paid For Doing P O R N Movies?